৪০ সেকেন্ডে ভারত থেকে বাংলাদেশে ও বাংলাদেশ থেকে ভারতে যাওয়া যাবে

এইচ. এন. ডেস্ক: ২ মার্চ: এবার ৪০ সেকেন্ডে ভারত থেকে বাংলাদেশে ঢুকতে পারবেন ও বাংলাদেশ থেকে ভারতে ঢুকতে পারবেন না। শুনতে অবাক লাগলেও এমনই সুবিধা চালু করা হচ্ছে বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্ট পোস্টে।। আন্তর্জাতিক বিমানবন্দরের মতো ওই স্থলবন্দরে স্থাপিত হয়েছে ই-গেট। প্রথম পর্যায়ে ছয়টি গেট বসানো হয়েছে। বাংলাদেশে প্রবেশের জন্য তিনটি ও ভারতে আসার তিনটি ই-গেট নির্মাণ করা হয়েছে। আগে যাত্রীদের ইমিগ্রেশন করতে কমপক্ষে ৫-১০ মিনিট সময় লাগতো। ওই সিস্টেম চালু হলে পাসপোর্টধারী যাত্রীদের ভোগান্তি অনেকটা কমে যাবে। যাত্রীরা সহজেই গেটে পাসপোর্ট শো করলে স্বয়ংক্রিয়ভাবে গেট খুলে যাবে। এতে যাত্রী প্রতি সময় লাগবে মাত্র ৪০ সেকেন্ড। ওই ইমিগ্রেশন সিস্টেম উদ্বোধনের অপেক্ষায় রয়েছে। আগামী শনিবার (৪ মার্চ) ওই গেটের উদ্বোধন করবেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। পাসপোর্ট না থাকলে কেউ ওই গেট দিয়ে প্রবেশ করতে পারবেন না।
এরকম সুবিধা বিমানবন্দরে আছে। বিমানবন্দরের মতো এখন দেশের প্রথম হিসেবে বেনাপোল চেকপোস্টে এই সুবিধা নিশ্চিত করতে যাচ্ছে সরকার। এই সুবিধা চালু হওয়ার পর বেনাপোল বন্দরে ভারতে যাওয়া-আসার জন্য কোনও ঝামেলা থাকবে না।