মালদা, ২৮ ফেব্রুয়ারি: বেশকয়দিন থেকেই চাকরির নিয়োগ দুর্নীতিতে জড়িত থাকার নাম উঠে আসে সেলিব্রেটি হৈমন্তী গঙ্গোপাধ্যায়ের নাম। তিনি নাকি মালদার এক হোটেলে রয়েছেন এবং নেপালে পালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে। এমন ঘটনা চাউর হতেই শোরগোল পড়ে যায় মালদায়। শুরু হয় রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি। মালদার বিজেপি সাংসদ খগেন মুর্মুর চাঞ্চল্যকর দাবি, সোমবার রাতে খুব গোপনে মালদার চাঁচলের একটি হোটেলে ঢোকেন হৈমন্তী। তার সঙ্গে রয়েছেন এক তৃণমূল বিধায়ক ও তাঁর অনুগামীরা। সেই তৃণমূল বিধায়কের ব্যবস্থাতেই হোটেলে আশ্র্যয় নিয়েছেন হৈমন্তী। তাঁকে চাঁচল থেকে বিহার বা ঝাড়খণ্ড হয়ে নেপালে পাঠানোর ব্যবস্থাও করেন ওই বিধায়ক। বিজেপির তরফে গোটা বিষয় স্বরাষ্ট্র মন্ত্রক ও সিবিআইকে জানানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।
যদিও মালদার তৃণমূল নেতা কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী বিষয়টি অবিশ্বাস্য বলে মনে করেন। তার বক্তব্য, কেউ অপরাধ করলে তাঁর শাস্তি হবে। দল বিষয়টি দেখবে।
কয়েকদিন থেকে নিয়োগ দুর্নীতি মামলা্র তদন্তে উঠে এসেছে হৈমন্তী গঙ্গোপাধ্যায়ের নাম। তিনি গোপাল দলপতির দ্বিতীয় পক্ষের স্ত্রী। নিয়োগ দুর্নীতিতে তাঁর নামটা প্রকাশ্যে আনেন ধৃত যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষ।