সেবকের করোনেশন সেতু থেকে তিস্তায় ঝাঁপ দিয়ে আত্মঘাতী যুবক

শিলিগুড়ি, ২৮ ফেব্রুয়ারি: শিলিগুড়ির সেবকের করোনেশন সেতু থেকে তিস্তায় ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন এক যুবক! মঙ্গলবার সেবকে তিস্তা নদী থেকে ওই যুবকের দেহ উদ্ধার করে পুলিশ। জানা গিয়েছে, মৃত যুবকের নাম অভয়কুমার আগরওয়াল (৩৪)। তার বাড়ি শিলিগুড়ির জ্যোতিনগর কলোনিতে। সেবকের করোনেশন সেতু এলাকায় বাকপুল নামে পরিচিত। প্রতিদিন প্রচুর পর্যটক আসেন ওই সেতু সহ সেবক কালীমন্দির ও পাহাড় উপভোগ করতে। এমনই এক আকর্ষণীয় স্থানে এরকম ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন ওই ব্যক্তি একা করোনেশন সেতুর ওপর ঘোরাঘুরি করছিলেন। হঠাৎ তিনি সেতু থেকে তিস্তায় ঝাঁপ দেন। সেসময় নৌকায় করে সেতুর নীচের পিলারগুলি সংস্কারের কাজ করছিলেন কয়েকজন। ওপর থেকে চিৎকার করে বিষয়টি জানাতেই তড়িঘড়ি তারা উদ্ধার করেন। তবে শেষরক্ষা হয়নি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সেবক ও মংপং পোস্টের পুলিশ। মৃত যুবকের পরিবারকে খবর দেওয়া হয়। দেহ ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি কেন এমনটা করলেন তা জানার চেষ্টা করছে পুলিশ।