ছেলের খোঁজে হন্যে হয়ে ঘুরছেন অসহায় মা

মালদা, ২৮ ফেব্রুয়ারি: চারদিন থেকে ছেলে নিখোঁজ। ছেলের খোঁজ পেতে হন্য ঘুরে বেড়াচ্ছেন মালদার মালতীপুর বিধানসভার জিয়াগাছি গ্রামের অসহায় মনোয়ারা বিবি। গৃহকর্তার অনুপস্থিতিতে তরুণ ছেলের নিখোঁজের ঘটনায় উদ্বেগ ছড়িয়েছে গোটা পরিবারে। ছেলের খোঁজ পেতে চাঁল থানার দারস্থ হয়েছেন মানোয়ারা বিবি। মঙ্গলবার চাঁচল থানায় তিনি নিখোশ সংক্রান্ত এজাহার করেছেন।
পুলিশ ও পরিবার সূত্রে জানা গিয়েছে, মালদার মালতীপুর বিধানসভার জিয়াগাছি গ্রামের খতিব আলীর দুই ছেলে রয়েছে। বড় ছেলে মনোয়ারুল(১৭) মানসিক ভারসাম্যহীন এবং কথা বলতে পারেনা। খতিব নির্মাণকর্মীর কাজে ভিনরাজ্যে রয়েছেন।
এদিকে সংসার হাল ধরতে মাঠে ফসল তুলতে ব্যস্ত থাকেন মনোয়ায়ারা বিবি। একইভাবে গত শনিবার সকালে মাঠে সরষে তুলতে যান তিনি। তারপর বাড়ি এসে দেখেন বড়ো ছেলে মনোয়ারুল নেই। আত্মীয় স্বজনদের বাড়িতেও কোনো খোঁজ পাওয়া যায়নি। আনোয়ারুলের খোঁজ পেতে অবশেষে থানার দ্বারস্থ হয়েছেন অসহায় মা।