সিভিক ভলান্টিয়ারদের পুলিশের চাকরি দেওয়ার পরিকল্পনা

কলকাতা, ২৮ ফেব্রুয়ারি: সিভিক ভলান্টিয়ারদের পুলিশের চাকরি দেওয়ার কথা ভাবছে রাজ্য সরকার। দক্ষ সিভিক ভলান্টিয়াররা ওই সুযোগ পাবেন। কারা পুলিশে যুক্ত হবেন তা নির্ভর করবে জেলার পুলিশ সুপারের সুপারিশের উপর। এমনই পরিকল্পনা করছে রাজ্য সরকার।
সূত্রের খবর, সোমবার রাজ্যের প্রশাসনিক কর্তাদের নিয়ে বৈঠকে এই প্রস্তাব দিয়েছেন মুখ্যমন্ত্রীমমতা বন্দ্যোপাধ্যায়। কোনও সিভিক ভলান্টিয়ার ভালো কাজ করলে কনস্টেবল পদে চাকরির সুযোগ পাবে। তবে সেক্ষেত্রে কিছু শর্তের কথাও বলা হয়েছে।  প্রথমত, ভলান্টিয়ার প্রতিটি কাজ দায়িত্বের সঙ্গে পালন করছেন কিনা তার ওপর মূল্যায়ন করা হবে। দ্বিতীয়ত, যেখানে থানায় কনস্টেবল পদ খালি রয়েছে সেখানে ওই ব্যবস্থা কার্যকর হবে। তৃতীয়ত, যাঁদের নাম ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সুপারিশ করবেন তাঁরাই ওই সুযোগপাবে। এই দায়িত্ব মূলত জেলার পুলিশ সুপারের ওপর থাকবে। তিনি সুপারিশ করবেন যে থানা এলাকার অধীনে ওই সিভিক ভলান্টিয়ার কাজ করবেন সেখানকার ওসি এবং এসডিপিও’র রিপোর্টের ওপর। জানা গিয়েছে, রাজ্যের বিভিন্ন থানায় অনেক কনস্টেবল পদ খালি রয়েছে। সেইসব খালি পদগুলিতে দক্ষ সিভিক ভলান্টিয়ারদের নিয়োগ করা যায় কিনা সে বিষয়ে ভাবছে রাজ্য সরকার।