রাজগঞ্জ, ২৭ ফেব্রুয়ারি: নাগাল্যান্ড নম্বরের একটি ট্রাক থেকে প্রচুর গাঁজা উদ্ধার। সোমবার সন্ধ্যায় ডুয়ার্স অভিমুখী একটি ট্রাক থেকে প্রায় ২৩০ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ। গাড়ির চালক রঞ্জিত কুমারকে গ্রেপ্তার করেছে। তার বাড়ি বিহারে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, পুলিশের কাছে গোপন সূত্রে খবর আসে, গজলডোবা ফুলবাড়ি ক্যানাল রোড দিয়ে ডুয়ার্সের দিকে একটি পণ্যবাহী ট্রাকে প্রচুর গাঁজা নিয়ে যাওয়া হচ্ছে। সেই ভিত্তিতে সাহুডাঙ্গি এলাকার নাউয়াপাড়া এলাকায় ক্যানাল রোডে ঘাঁটি গেড়ে থাকে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ ( এসওজি ) ও আমবাড়ি ফাঁড়ির পুলিশ। পুলিশ নির্দিষ্ট নম্বরের ট্রেলার গাড়িটি দাঁড় করালেও তাতে কোনও পণ্য গোপন চেম্বার থেকে ১৪ টি গাঁজার প্যাকেট উদ্ধার হয়। প্রতিটি প্যাকেটের ওজন প্রায় ১৬ কেজি। সেই হিসেবে গাঁজার মোট ওজন প্রায় ২৩০ কেজি। পুলিশ জানিয়েছে, গাড়ির চালককে গ্রেপ্তারের পাশাপাশি গাড়িটিও আটক করা হয়েছে। মঙ্গলবার ধৃতকে জলপাইগুড়ি আদালতে পাঠানো হবে। ঘটনার তদন্ত করা হচ্ছে।