৬ শতাংশ ডিএ ঘোষণা করল রাজ্য সরকার

কলকাতা, ২৭ ফেব্রুয়ারি: আগামী ১ মার্চ থেকে ৬ শতাংশ ডিএ পাবেন সরকারি কর্মচারীরা। ওই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সেই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে সরকারি কর্মচারী, সরকার অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠান, সরকার অনুমোদিত স্বশাসিত সংস্থা, সরকার অধিগৃহীত সংস্থা, পঞ্চায়েত কর্মী, পুরসভা, পুরনিগম এবং অবসরপ্রাপ্ত সরকারি কর্মীরা ডিএ পাবেন। আগামী ১ মার্চ থেকে ডিএ দেওয়া হবে।
প্রসঙ্গত, রাজ্য সরকার ২০২১ সালের জানুয়ারি মাসে ৩ শতাংশ হারে ডিএ বাড়িয়েছিল। এবারের বাজেটে আরও ৩% হারে ডিএ বেড়েছে। অর্থাৎ মোট ৬% ডিএ রাজ্য সরকারি কর্মচারীরা পেতে চলেছেন। তবে রাজ্য সরকারি কর্মচারীরা কবে থেকে পাবেন। নবান্ন থেকে ঘোষণা করা হল আগামী ১ লা মার্চ থেকে ডিএ দেওয়া হবে।
নবান্ন বিজ্ঞপ্তি জারি করলেও সরকারি কর্মচারীরা কিন্তু অটল তাঁদের দাবিতে অনভ রয়েছে। কার্যত সরকারি কর্মচারীদের দাবি, ৩৫% হারে ডিএ দিতে হবে। ডিএ নিয়ে মামলা ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে উঠেছে। কিন্তু তার আগেই নবান্ন ডিএ চালুর ঘোষণা করে দেওয়ায় অত্যন্ত উল্লেখযোগ্য বলে মনে করা হচ্ছে।