মাধ্যমিক পরীক্ষার্থীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়

শীতলকুচি, ২৬ ফেব্রুয়ারি: এক মাধ্যমিক পরীক্ষার্থীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়। রবিবার ঘটনাটি ঘটেছে শীতলকুচি ব্লকের পশ্চিম গোলেনাওহাটি গ্রামে। বাড়ির শোবার ঘর থেকে গলায় ফাঁস লাগানো অবস্থায় ওই ছাত্রের মৃতদেহ উদ্ধার হয়। মৃত ছাত্রের নাম সুমিত বর্মন ( ১৬ )। শীতলকুচি গোপীনাথ হাইস্কুলে পড়াশোনা করত। শীতলকুচি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে।
মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে, শনিবার সারাদিন সুমিত মানসিক অবসাদে ছিল। খাওয়া দাওয়া করেনি। রাতে ঘরে একাই শুয়েছিল। সকালে তাকে ডাকতে গেলে কোনও সাড়া দিচ্ছিল না। পরে দরজা ভেঙে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। কেন এমন ঘটনা হল তা বুঝে উঠতে পারছেন না পরিবারের সদস্যরা। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য মাথাভাঙ্গা হাসপাতালের মর্গে পাঠিয়ে তদন্ত শুরু করেছে শীতলকুচি থানার পুলিশ।