অনলাইন জুয়ার ঠেক থেকে ৭ জন গ্রেপ্তার, উদ্ধার টাকা

কলকাতা, ২৬ ফেব্রুয়ারি: বেআইনি জোয়ার বিরুদ্ধে লাগাতার অভিযান চালাচ্ছে বিধাননগর কমিশনারেটের পুলিশ। এমনই এক অভিযান চালিয়ে বড় সাফল্য মেলে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিধাননগর ডিডি-র একটি দল নিউ টাউন থানার সঙ্গে যৌথ অভিযান করে এবং আরেকটি বাগুইআটি থানার সঙ্গে যৌথ অভিযান চালায়। নিউ টাউন থানার লোহাপুর এলাকায় অভিযানে তিন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে নগদ ৩৮৮০০ টাকা ও ডিভাইস। অপর অভিযানে বাগুইআটির অটো স্ট্যান্ড থেকে চারজনকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার হয়েছে নগদ ৪৫০০ টাকা। ধৃতদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা করা হয়।