হৃদয়বিদারক ঘটনা

এইচ. এন. ডেস্ক: গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হয়েছে মায়ের। নিথর দেহের পাশে বসে কেঁদে চলেছে শিশু। ঘটনাটি ঘটেছে অসমে। ভিডিওটি টুইট করেছেন ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস অফিসার সুশান্ত নন্দ। ব্যস্ত রাস্তায় বেপরোয়া গাড়ির ধাক্কায় বাঁদরটির মৃত্যু হয়েছে। পরে শিশুকে উদ্ধার করে খাবার খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছিল বলে তিনি জানিয়েছেন। এমন হৃদয় বিদারক দৃশ্য দেখে চোখে জল নেটিজেনদের। 
ফরেস্ট অফিসার সুশান্ত নন্দ ভিডিওর ক্যাপশনে লিখেছেন, ‘এই ভিডিও আমাকে বহুদিন ধরে তাড়া করে বেড়াবে। অসমের রাস্তায় একটি বাঁদর মরে পড়ে রয়েছে। বাচ্চাটা মাকে আঁকড়ে ধরে রয়েছে। ও তখনও জানে না মায়ের কী হয়েছে। তবে বাচ্চাটি যাতে নিরাপত্তা পায়, সেটি নিশ্চিত করা হচ্ছে।’ ঘটনাটির সময় পথচারীরা জোট বেঁধে দাঁড়িয়েও ছিলেন বহুক্ষণ। এরপরই শিশুটিকে উদ্ধার করা হয়।