মালদা, ২৫ ফেব্রুয়ারি: রাতের অন্ধকারে বন্য শূকরের দল বেঁধে হানা দিচ্ছে ভুট্টার জমিতে। দিনরাত এক করে লক্ষী লাভের আশায় ভুট্টা চাষ করেছিলেন মানিকচকের এনায়েতপুরের চাষি। কিন্তু বন্য শূকরের হানায় মাথায় হাত ভুট্টাচাষিদের। ভূট্টা খেতে গাছ নষ্ট করে পালাচ্ছে বন্য শূকরের দল। রাত একটা দেড়টা পযর্ন্ত জেগে পাহারা দিয়েও কোনও লাভ হচ্ছে না।
বন্য শূকরের তান্ডবে দেড়শো বিঘা জমির ভুট্টা ক্ষতির মুখে।মালদার মানিকচক ব্লকের বাঙ্গাল গ্রামের আনুমানিক দেড়শো বিঘা জমিতে ভুট্টা চাষ হয়েছে। কিন্তু ভুট্টা চাষ চরম দুশ্চিন্তায় পড়েছেন চাষিরা।
দিনের বেলা সব কিছু ঠিকঠাক থাকলেও রাতের অন্ধকারে শুরু হচ্ছে বন্য শূকরের তান্ডব। ভুট্টাতো খাচ্ছেই গাছ ভেঙ্গেও নষ্ট নষ্ট করছে বন্য শূকরের দল। শূকরের হাত থেকে ভুট্টা বাঁচাতে অনেক উপায় অবলম্বন করেছেন চাষিরা। কিন্তু সব চেষ্টাই ব্যর্থ হয়েছে। এতেই রাতের ঘুম উড়েছে এলাকার চাষিদের। রাত জেগে তারা জমি পাহারা দিচ্ছেন। ঢোল বাজিয়ে,পটকা ফাটিয়ে, টায়ারে আগুন জ্বালিয়ে বন্য শূকর তাড়াতে রাত জাগছেন চাষিরা। তারপর শুকর আসছে। প্রচুর ক্ষতিতে চাষীরা।