রাজগঞ্জ, ২৪ ফেব্রুয়ারি: মুখ্যমন্ত্রীর নির্দেশে মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রে যাওয়ার জন্য গাড়ি পেল রাজগঞ্জের তিস্তার চরের পরীক্ষার্থীরা। শুক্রবার বন দপ্তরের গাড়িতে ৩৯ জন পরীক্ষার্থীকে পরীক্ষার কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। তবে পরবর্তী কয়েকদিন বাসেই নিয়ে যাওয়া হবে বলে জানা গিয়েছে।
জলপাইগুড়ি জেলার রাজগঞ্জের গজলডোবা এলাকার তিস্তার চরটি বৈকন্ঠপুর জঙ্গল ঘেঁষা। বিস্তৃত ওই নদীর চরে বহু জনবসতি হয়েছে। বৃহস্পতিবার এক মাধ্যমিক পরীক্ষার্থী বাবার বাইকে জঙ্গলে রাস্তা দিয়ে মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রে যাওয়ার সময় হাতির আক্রমণে মারা যায়। সেসময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিলিগুড়িতে ছিলেন। মাধ্যমিক পরীক্ষার্থীরা যাতে সুষ্ঠুভাবে পরীক্ষা কেন্দ্রে যাতায়াত করতে পারে তার ব্যবস্থা করার নির্দেশ দেন। এরপরেই প্রশাসন ও বনকর্তারা বৈঠক করেন। বৈঠকে জঙ্গলের রাস্তা ও সংলগ্ন এলাকায় নজরদারির বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়।
জানা গিয়েছে, রাজগঞ্জের বৈকন্ঠপুর বন সসংলগ্ন তিস্তার চরের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য সরকারি বাসের ব্যবস্থা করা হয়েছে। কিন্তু এদিন সময় মতো বাস না আসায় বনদপ্তরের গাড়িতে পরীক্ষার্থীদের নিয়ে যাওয়া হয়। তিনটি গাড়িতে ৩৯ জন পড়ুয়াকে বেলাকোবায় পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেওয়া হয়। এছাড়া বনদপ্তরের তরফে নজরদারিও বাড়ানো হয়েছে। মাইকে সচেতনতামূলক প্রচারও করা হয়।