মালদা, ২৪ ফেব্রুয়ারি: রাজ্য সরকারের উদ্যোগে এবং ইংরেজবাজার পৌরসভার ব্যবস্থাপনায় নবরূপে সাজলো মালদা টাউন হল। দেওয়ালে জেলার সংস্কৃতি, জেলার ইতিহাস। অত্যাধুনিক প্রযুক্তি সমৃদ্ধ সাউন্ড সিস্টেম সম্পূর্ণটাই বাতানুকূল। এবার নবরূপে সাজলো মালদা টাউন হল। ইংরেজবাজার পৌরসভার উদ্যোগে সংস্কার করা হলো ব্রিটিশ আমলে তৈরি এই প্রেক্ষাগৃহ। এই টাউন হলের উদ্বোধনে উপস্থিত ছিলেন মালদা জেলার জেলাশাসক নীতিন সিংহানিয়া, মালদা জেলা পরিষদের সভাধিপতি আবু তৈয়ব মোহাম্মদ রফিকুল হোসেন, ইংরেজবাজার পৌরসভা চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, ও পৌরসভার সমস্ত কাউন্সিলররা। সংস্কারের অভাবে দীর্ঘদিন বেহাল অবস্থায় ছিল মালদা টাউন হল। বিভিন্ন মহল থেকে টাউন হল সংস্কার করার একাধিকবার দাবি ওঠে। এই টাউন হলের দেখভালের দায়িত্বে থাকা ইংরেজবাজার পৌরসভার উদ্যোগে অবশেষে সংস্কার করা হলো। বর্তমানে মালদা টাউন হল নামে পরিচিত হলেও এই প্রেক্ষাগৃহের নাম বিপিন বিহারী ঘোষ টাউন হল। বহু ঐতিহাসিক ঘটনার সাক্ষী মালদা শহরের বৃন্দাবনী ময়দানের পূর্ব প্রান্তে অবস্থিত অন্তত ৯০ বছরের পুরনো এই প্রেক্ষাগৃহ।