মালদা, ১৮ ফেব্রুয়ারি: ভালোবাসা নাকি জাত ও বয়স ভাবেনা। পরস্পরের স্বইচ্ছাতেই ভালোবাসা তৈরি হয়। জোরপূর্বক ভালোবাসা তৈরি করতে গেলে তার জন্য আইনের অনেক ধারা রয়েছে। তবে কেউ নিজের স্বার্থসিদ্ধির জন্য ভালোবাসার অভিনয় করে। পুরাতন মালদার মহিষবাথানি গ্রাম পঞ্চায়েতের ঘটনা। এক বিবাহিত ব্যক্তি ও অন্য এক বিবাহিত মহিলার প্রেমের ঘটনা নিয়ে এলাকায় শোরগোল পড়ে গিয়েছে।
জানা গিয়েছে, ওই এলাকার এক ব্যক্তি নিজে বিবাহিত হওয়ার পরও বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্ক গড়ে তোলে অন্য এক বিবাহিত মহিলার সঙ্গে। বিষয়টি নিয়ে এলাকার বাসিন্দাদের মধ্যে কানাঘুষো চলছিল। এদিন বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ির সামনে ধর্নায় বসেন প্রেমিকা। অভিযোগ, তাঁকে ব্যাপক মারধর করা হয়। তাকে বাঁশ দিয়ে বেধরড় মারা হয় বলে অভিযোগ। প্রেমিকের স্ত্রী ও মা সহ ৪ জনের বিরুদ্ধে তার অভিযোগ। গুরুতর জখম অবস্থায় ওই প্রেমিকাকে ভর্তি করা হয় মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে।