রাজগঞ্জ, ১০ সেপ্টেম্বর রাজগঞ্জের বাখোয়াবাড়ি এলাকায় করতোয়া নদী থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধার হয়। মৃতের নাম বেনিডিক্ট বারোয়া ( ৩৫ )। তার বাড়ি বানারহাট এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই যুবক কয়েকদিন আগে রাজগঞ্জের গাড়াধুরা গ্রামে তার আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসেছিলেন। মঙ্গলবার স্থানীয় করোতোয়া নদীতে স্নান করতে নেমে জলে তলিয়ে যায়। নদীতে তল্লাশি চালানো হলেও খোঁজ মেলেনি। শনিবার সাতসকালে ঘটনাস্থল থেকে অনেকটা দূরে এক ব্যক্তি জমিতে কাজে যাওয়ার সময় মৃতদেহ দেখতে পান। খবর পেয়ে আমবাড়ি ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে। পুলিশ জানিয়েছে, মৃতদেহটি নিখোঁজ যুবকের বলে পরিবারের লোক সনাক্ত করেন। দেহটি ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত করা হচ্ছে।