১৫ আগস্ট হলদিবাড়ি স্টেশন থেকে ছাড়বে দার্জিলিং মেল

জলপাইগুড়ি, ৯ আগস্ট: ১৫ আগস্ট হলদিবাড়ি স্টেশন থেকে ছাড়বে দার্জিলিং মেল। রেলের তরফে এক বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে। আগে হলদিবাড়ি-এনজেপি প্যাসেঞ্জার ট্রেনের সঙ্গে দার্জিলিং মেলের দুটি কোচ জলপাইগুড়ি হয়ে এনজেপিতে পৌঁছাত। তার মধ্যে একটি স্লিপার ও একটি এসি কোচ। সেই কোচ দুটি দার্জিলিং মেলের সঙ্গে যুক্ত করা হত। করোনা পরিস্থিতির জন্য হলদিবাড়ি থেকে আসা ওই কোচ দুটি বন্ধ রাখা হয়। কিন্তু করোনা পরিস্থিতি স্বাভাবিক হলেও দার্জিলিং মেলের সঙ্গে ওই কোচ দুটি আর যুক্ত করা হয়নি। কোচ দুটি চালু করার জন্য বিভিন্ন মহল থেকে দাবি উঠে।
রেলের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ১৫ আগস্ট হলদিবাড়ি স্টেশন থেকে দার্জিলিং মেলের ওই কোচ দুটি পুনরায় চালু করা হবে। হলদিবাড়ি স্টেশন থেকে সন্ধ্যা ৬ টায় ছেড়ে ৭ টা ৩৫ মিনিটে এনজেপিতে পৌঁছাবে। যুক্ত করা হবে মূল দার্জিলিং মেলের সঙ্গে। রওনা দেবে শিয়ালদার উদ্দেশ্যে। উল্টোদিকে, দার্জিলিং মেল শিয়ালদা থেকে রাত ১০ টা ৫ মিনিটে ছেড়ে পরের দিন সকাল ৮ টায় এনজেপিতে পৌঁছাবে। হলদিবাড়ি স্টেশনে কোচ দুটি পৌঁছাবে সকাল ১০ টায়।