এক পর্যটকের মৃত্যু, আগামী চারদিন উত্তাল থাকবে দীঘার সমুদ্র

দীঘা, ৭ আগস্ট: দীঘার নাম কমবেশি প্রায় সকলেই জানে। পশ্চিমবঙ্গ ছাড়াও দেশ-বিদেশের পর্যটকরা আসেন দীঘার সমুদ্রে বেড়াতে। তবে একটু অসাবধান হলেই যে দীঘার সমুদ্র প্রাণ কেড়ে নেয় তা অনেকেই সাক্ষী থেকেছেন। শুধু দিঘার কথা বললে ভুল হবে, সব সমুদ্রেই এমন ঘটনা ঘটে। তেমনই এক ঘটনা ঘটে গেল দীঘার সমুদ্রে। কলকাতার টালিগঞ্জ এলাকা থেকে একসঙ্গে পাঁচ ব্যবসায়ী দীঘায় বেড়াতে জানে। তাদের মধ্যে একজনের দীঘায় উত্তাল সমুদ্রে স্নানে নেমে ডুবে মৃত্যু হয়। মৃতের নাম কল্যাণ দাস, বয়স ৪৮ বছর। ওই পর্যটক দলের সদস্যরা জানান, গতকাল তারা পাঁচ বন্ধু মিলে দীঘায় বেড়াতে আসেন। কলকাতায় এখন প্রচন্ড গরম। কিছুটা আরাম পেতে অনেকেই এখন দীঘায় বেড়াতে আসেন। ওই পাঁচজনও একই উদ্দেশ্যে এসেছিলেন। দুপুরে তারা ওল্ড দিঘার সি-হক ঘোলাঘাটে ঘুরতে যান। সেখানে বন্ধুদের অলক্ষ্যে স্নানে নেমে তলিয়ে যান কল্যাণ দাস। নুলিয়ারা তাকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করে দীঘা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত হলে ঘোষণা করেন। ঘটনার তদন্ত শুরু করেছে দিঘার পুলিশ।
অন্যদিকে, দীঘার উপকূলে আগামী ৮ আগস্ট থেকে ১১ আগস্ট পর্যন্ত প্রবল বৃষ্টিপাত ও সমুদ্র উত্তল হওয়ার সম্ভাবনা রয়েছে বলে প্রশাসনের পক্ষ থেকে পর্যটক ও মৎস্যজীবীদের সতর্ক করা হয়। ওই কয়েকদিন পর্যটক ও মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি প্রশাসন। যে সকল মৎস্যজীবী গভীর সমুদ্রে রয়েছেন তাদেরকে ফিরে আসার নির্দেশ সহ মাইকিং করা হয়।