উত্তর দিনাজপুর, ৫ মার্চ: মুখবাধা একটি বস্তা জলে ভেসে আসছিল নদী দিয়ে । কৌতূহলবশত কয়েকজন এগিয়ে দেখেন মানুষের পা দেখা যাচ্ছে । পুলিশ গিয়ে মৃতদেহটি উদ্ধার করে । শনিবার ঘটনাটি ঘটে উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানার থানার মাঝিয়ালি গ্রাম পঞ্চায়েতের কালাইডাঙ্গি এলাকায় । তবে আনুমানিক মাঝবয়সী মৃত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন স্থানীয়রা কালাইডাঙ্গি এলাকার ডোক নদীতে একটি বস্তাবন্দি বস্তু দেখতে পান । তারা কাছাকাছি গিয়ে দেখতে পান বস্তার ভেতরে মানুষের পা দেখা যাচ্ছে । খবর পেয়ে চাপড়া থানার পুলিশ গিয়ে মৃতদেহটি উদ্ধার করে । পুলিশ মৃতদেহ ময়না তদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালে পাঠিয়েছে ।