মালদা, ১০ সেপ্টেম্বর: মালদায় সোনা বিক্রি করতে এসে পুলিশের জালে রাজস্থানের ৪ পাচারকারী। তার মধ্যে একজন মহিলা। এছাড়া যে দোকানে ওই পাচারকারীরা সোনা বিক্রি করতে এসেছিল সেই দোকানের মালিককেও গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার ঘটনাটি ঘটেছে পুরাতন মালদা থানার মুচিয়া গ্রাম পঞ্চায়েতের মনোহরপুর এলাকায়।
পুলিশ জানিয়েছে, রাজস্থানের ধরমপুর জেলার ওই পাচারকারীরা মালদার মুচিয়ার মনোহরপুর এলাকার উত্তম কর্মকার নামে এক স্বর্ণ ব্যবসায়ীর দোকানে বেশকিছু সোনা বিক্রি করছিল। খবর পেরে ওই দোকানে অভিযান চালানো হয়। যারা এই সোনাগুলি বিক্রি করছিল তারা বৈধ কাগজপত্র দেখাতে পারেনি। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে চোরাই সোনা বিক্রি করতে এসেছিল। এই ঘটনায় দোকানের মালিক সহ পাঁচ জনকে গ্রেপ্তার করা হয়।
পুরাতন মালদা থানার আইসি হীরক বিশ্বাস বলেন, ধৃতদের মধ্যে সুরজ সিং নায়েক, ধরমবীর নায়েক এবং কমলেশ নায়েকের বাড়ি রাজস্থানে। এছাড়া মালদার মনোহরপুর এলাকার স্বর্ণ ব্যবসায়ী উত্তম কর্মকারকেও গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের মালদা আদালতে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত করা হচ্ছে।