হাসপাতালে ভর্তি রোগীদের লক্ষীর ভান্ডার প্রকল্পের ফর্ম পৌঁছে দিলেন প্রশাসন

মালদা, ৭ সেপ্টেম্বর: হাসপাতলে ভর্তি মহিলা রোগীদের হাতে লক্ষীর ভান্ডার প্রকল্পের ফর্ম পৌঁছে দিলেন প্রশাসন। মালদার চাঁচল মহাকুমা প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলে।
রাজ্যের সর্বত্র দুয়ারে সরকার শিবির চলছে। কিন্তু হাসপাতালে ভর্তি রোগী ও প্রসূতি মায়েরা প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য আবেদন করতে যেতে পারছে না।
তাই লক্ষীর ভান্ডার প্রকল্প থেকে যাতে কেউ বঞ্চিত না হন সেই উদ্দেশ্যে ফর্ম নিয়ে হাসপাতালে পৌঁছে গেলেন প্রশাসনের কর্তারা। মাল‍দহের চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে প্রসূতি মহিলাদের হাতে তুলে দিলেন লক্ষীর ভান্ডার প্রকল্পের ফর্ম। চাঁচলের মহকুমা শাসক কল্লোল রায়, চাঁচল-১ নম্বর ব্লকের বিডিও সমীরন ভট্টাচার্য চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালের সুপার জয়ন্ত বিশ্বাসকে সাথে নিয়ে হাসপাতালে ফর্ম বিতরণ করেন।
মহকুমা শাসক কল্লোল রায় বলেন বেশকিছু ফর্ম হাসপাতাল কর্তৃপক্ষকে দেওয়া থাকল রোগীরা ভর্তি হলে তাদের এই ফর্ম বিতরণ করা হবে। হাসপাতাল থেকে সেই ফর্ম সংগ্রহ করবেন ব্লক দপ্তরের কর্মীরা। হাসপাতালে শয‍্যাসায়ী অবস্থায় লক্ষ্ণীর ভান্ডার প্রকল্পের আবেদন করতে পেরে খুশি রোগী ও তাদের পরিজনরা।