৫ লক্ষ টাকার জাল নোট সহ ৩ পাচারকারী গ্রেপ্তার

মালদা, ১ সেপ্টেম্বর: ৫ লক্ষ টাকার জাল নোট সহ ৩ পাচারকারীকে গ্রেপ্তার করে মালদার কালিয়াচক থানার পুলিশ। মঙ্গলবার গভীর রাতে কালিয়াচক থানার বাবুরবোনা এলাকায় হানা দিয়ে জাল নোট সহ ওই পাচারকারীদের গ্রেপ্তার করা হয়। উদ্ধার হওয়া নোটগুলি সব ৫০০ টাকার নোট। ধৃতদের নাম, ইফতিখার মোক্তার আহমেদ আনসারী(৩৯), মহ: ওয়াসিম খান(৩৭)। এই দুই জন মহারাষ্ট্রের বাসিন্দা।আরেক জনের নাম আসামুল সেখ(৩৬)। তার বাড়ি মালদা জেলার মোথাবাড়ি থানার উত্তর লক্ষীপুর এলাকায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, সূত্রে খবর পেয়ে কালিয়াচক থানার পুলিশ বাবুরবোনা এলাকায় হানা দেয়। সেখান থেকে ৫ লক্ষ টাকার জাল নোট সহ ওই পাচারকারীদের গ্রেপ্তার করা হয় । পুলিশের প্রাথমিক অনুমান মহারাষ্ট্রের দুই বাসিন্দা জালনোট নিতে মালদায় এসেছিল। বুধবার ধৃতদের মালদা জেলা আদালতে পেশ করা হয়।এই ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কিনা তা তদন্ত শুরু করেছে কালিয়াচক থানার পুলিশ।