প্রচুর গাঁজা সহ এক যুবক গ্রেপ্তার

রাজগঞ্জ, ২৫ আগস্ট: পিকআপ ভ্যানে প্রচুর গাঁজা পাচারের পথে উদ্ধার করে আমবাড়ি ফাঁড়ির পুলিশ। গাড়িটি বাজেয়াপ্ত করার পাশাপাশি এক যুবককে গ্রেপ্তার করা হয়।। ধৃতের নাম বিশ্বজিৎ বর্মন ( ২২ )। তার বাড়ি কোচবিহার কোতোয়ালি থানার পাটছাড়া গ্রামে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, পুলিশের কাছে গোপন সূত্রে খবর আসে ছোট মালবাহী গাড়িতে প্রচুর গাঁজা শিলিগুড়ির দিকে নিয়ে যাওয়া হচ্ছে। খবর পেয়ে আমবাড়ি ফাঁড়ির পুলিশের তরফে সাহুডাঙ্গি মোড়ে নাকা চেকিং করা হয়। পুলিশকে দেখে মালবাহী গাড়িটি রেখে চালক এবং এক আরোহী পালিয়ে যায়। গাড়িতে তল্লাশি চালিয়ে ১৪৩ কেজি গাঁজা উদ্ধার হয়। পুলিশ তদন্তে নেমে ওই গাড়ির মালিক বিশ্বজিৎ বর্মনকে গ্রেপ্তার করে।
আমবাড়ি ফাঁড়ির ওসি সজল রায় বলেন, ওই গাঁজা পাচারের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করা হয়। আজ ধৃতকে জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়েছে।