জিসিপিএ’র তরফে রাজবংশী একতা দিবস পালন

মেটেলি, ৮ আগস্ট; রাজবংশী একতা দিবস পালন করা হল মেটেলিতে। রবিবার গ্রেটার কোচবিহার পিপলস এসোসিয়েসনের ( জিসিপিএ ) মেটেলি ব্লক কমিটির তরফে বাতাবাড়ি ফার্ম বাজারে ওই দিনটি পালন করা হয়। জিসিপিএ’র ঝান্ডা উত্তোলণের পাশাপাশি পুষ্প প্রদান করা হয়।
এদিন সংগঠনের নেতৃত্বরা রাজবংশী একতা দিবসের বিষয়ে আলোচনা করেন। আগামী দিনে রাজবংশী সম্প্রদায়ের মানুষদের একত্রিত করে সমাজের উন্নয়নের জন্য কাজ করা হবে বলে তারা জানান।উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্য বিমল চন্দ্র রায়, জেলা সদস্য অনুকূল রায়, গিরেন রায় কায়েৎ, মেটেলি ব্লক কমিটির সভাপতি গৌরাঙ্গ চন্দ্র রায় প্রমুখ।