শিলিগুড়ির আকাশে উড়বে এবার পুলিশের ড্রোন

শিলিগুড়ি, ৪ আগস্ট: ট্রাফিক আইন লংঘন করলে এবার পিছন ছুটবে ড্রোন! শিলিগুড়িতে সেভাবেই এগোচ্ছে মেট্রোপলিটন পুলিশ। বুধবার ট্রাফিক বিভাগ ঘোষণা করল ড্রোনের আকাশপথে ট্রাফিক ব্যবস্থার কথা। সড়ক পথের পাশাপাশি আকাশেও নিয়ন্ত্রণ করবে। ধীরে ধীরে গোটা শহরে এই ট্রাফিক ড্রোন ছেয়ে যাবে। যা দিয়ে শুধু ট্রাফিক ব্যবস্থাই নজরদারি নয়, যেকোনো অশান্ত এলাকা কিংবা গন্ডগোল পরিস্থিতির উপর নজর চালাবে। এদিন এয়ারভিউ মোড়ে ট্রাফিক পয়েন্টে এই অত্যাধুনিক ড্রোনের সূচনায় ছিলেন শিলিগুড়ির পুলিশ কমিশনার গৌরব শর্মা। সেখানে বেশ কিছু সময় ড্রোনটি উড়িয়ে দেখা হয়। ট্রাফিক পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে শহরের নানা সমস্যার উপর নজরদারি এবং সমাধান করতে এই ধরনের ড্রোন ব্যবহার করা হবে। কখন যানজট লেগেছে তা সমাধানের পথ কি কিংবা কোন রাস্তা ফাঁকা রয়েছে সে রাস্তা দিয়ে কি ধরনের যানবাহন চলছে সেটাও দেখা হবে।
শুধু তাই নয় ট্রাফিক আইন ভঙ্গকারীদের উপর নজর চালাবে এই ড্রোন। ভুল কিছু দেখলে তার পিছু নেবে ড্রোন ক্যামেরা। এভাবেই শিলিগুড়িতে নিয়ন্ত্রণে আনতে ড্রোনে জোড়া হচ্ছে বলে জানান পুলিশ কমিশনার। গোটা ব্যবস্থা হচ্ছে এরিয়াল সার্ভিলেন্স সিস্টেমের মাধ্যমে। পুলিশ মনে করছে যানজট নিরসনে কিংবা অপরাধ রুখতে এই ড্রোন ব্যবস্থা কাজে আসবে।

©গিরিশ মজুমদার