প্রচুর জাল নোট সহ সপ্তম শ্রেণীর পড়ুয়া গ্রেপ্তার

মালদা, ২ আগস্ট: ভারতীয় প্রচুর জাল নোট সহ গ্রেপ্তার এক স্কুল পড়ুয়া। চার লক্ষ চল্লিশ হাজার টাকা জাল নোট সহ সপ্তম শ্রেণীর এক ছাত্রকে গ্রেপ্তার করা হয়। ধৃত কিশোরের নাম আবদুল সালাম। মালদার কালিয়াচকের সাদরিটোলার বাসিন্দা।
গোপন সূত্রে খবর পেয়ে গোলাপগঞ্জ ফাঁড়ির পুলিশ ৩৪ নম্বর জাতীয় সড়কের কাছ থেকে জাল নোট সমেত বারো বছর বয়সী কিশোরকে গ্রেপ্তার করে। তার কাছ থেকে চারশোটি পাঁচশো টাকার নোট এবং একশো কুড়িটি দু হাজার টাকার জাল নোট উদ্ধার হয়েছে। জানা গিয়েছে, ওই কিশোর শাহবাজপুরের একটি বেসরকারি স্কুলের মেধাবী ছাত্র। সে কীভাবে জাল নোট পাচার চক্রের সঙ্গে জড়িয়ে পড়ল তা খতিয়ে দেখছে পুলিশ।