ইঞ্জিনিয়ারিং পাশ করেও স্বপ্ন পূরণ হল না এক যুবকের

রাজগঞ্জ, ৩১ জুলাই: এক ইঞ্জিনিয়ার যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার। শনিবার সাতসকালে রাজগঞ্জের কুকুরজান গ্রাম পঞ্চায়েতের ভাঙামালি এলাকার ঘটনা। শোবার ঘর থেকে গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত দেহ উদ্ধার হয়। মৃতের নাম শাহিনুর ইসলাম ( ২৫ )।
পরিবার সূত্রে জানা গিয়েছে, ভাঙামালির ইয়াসিন রহমানের ছেলে শাহিনুর বি – টেক পাশ করেছেন । শনিবার সকালের ট্রেনে তার কলকাতা যাওয়ার কথা ছিল। কারণ রবিবার কলকাতায় চাকরির ইন্টারভিউ দেওয়ার কথা। এদিন সকালে ঘুম থেকে না উঠায় পরিবারের লোক ডাকাডাকি করে সাড়া না পেয়ে ঘরের দরজা ভেঙে গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত দেহ দেখতে পান । সঙ্গে সঙ্গে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। মৃত যুবকের মামা আব্দুল ওয়াহেদ বলেন, চাকরি বা প্রেমঘটিত কারণে অবসাদের জন্য আত্মহত্যা করতে পারে বলে অনুমান করা হচ্ছে। ঘটনার তদন্ত শুরু করেছে জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ।