⭕কুখ্যাত গোরু পাচারকারী গ্রেপ্তার

রাজগঞ্জ, ৭ জুলাই: কুখ্যাত গোরু পাচারকারীকে গ্রেপ্তার করে রাজগঞ্জ থানার পুলিশ । বাংলাদেশে গোরু পাচারের ১৫ টি মামলা রয়েছে তার বিরুদ্ধে। ধৃতের নাম ইয়াকত আলি ওরফে দুদু আলি ওরফে দোদো মহম্মদ ( ৩৩ ) । তাঁর বাড়ি রাজগঞ্জের সুখানি গ্রাম পঞ্চায়েতের ফকিরাপাড়া এলাকায় । বুধবার ধৃতকে জলপাইগুড়ি আদালতে পাঠানো হয় ।
পুলিশ সূত্রে খবর, কুখ্যাত অপরাধী ইয়াকত আলির বিরুদ্ধে ২০১৮ সাল থেকে চলতি বছর পর্যন্ত ১৫ টি মামলা করে বিএসএফ। অভিযুক্তের বিরুদ্ধে বাংলাদেশে গোরু পাচার ও সীমান্তের কাঁটাতারের বেড়া কাটার অভিযোগ রয়েছে। পুলিশ অনেক চেষ্টা করলেও তাকে গ্রেপ্তার করতে পারেনি। অবশেষে গোপন সূত্রে হদিশ পেয়ে গ্রেপ্তার করা হয়।
রাজগঞ্জ থানার আইসি পংকজ সরকার বলেন, গত তিন বছরে বিএসএফের পক্ষ থেকে ইয়াকতের বিরুদ্ধে সীমান্তের কাঁটাতারের বেড়া কাটা সহ গোরু পাচারের ১৫ টি মামলা করা হয়। অভিযুক্তকে এদিন গ্রেপ্তার করা হয় । জিজ্ঞাসাবাদ করে ওই পাচারকারী দলের আরও কয়েকজনের নাম পাওয়া গিয়েছে । বাকি অভিযুক্তদের ধরতে অভিযান করা হবে ।