বাবার টোটো চাপায় মৃত্যু হল ছেলের

শিলিগুড়ি, ৬ জুন: মায়ের কোল থেকে পড়ে টোটো চাপা পড়ে মৃত্যু হল সাড়ে চার বছরের এক শিশুর। রবিবার দুপুরে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে শিলিগুড়ির সুকান্তপল্লীতে। মৃত ওই শিশুর নাম অভি বর্মন। বাড়ি নিউ জলপাইগুড়ি থানার মহানন্দা নদীর পাড়ের নন্দীগ্রাম এলাকায়। বাবা রাকেশ বর্মন নিজের টোটোতে করে ছেলেকে এদিন দাদুর বাড়ি নিয়ে যাচ্ছিলেন। স্ত্রী ছেলেকে কোলে নিয়ে টোটোতে বসেছিলেন। শিলিগুড়ির খেলাঘর মোড় এলাকায় সেখানেই কয়েকদিন থাকবে এই শিশুটি। বাড়িতে কান্নাকাটি করছিল তাই দাদু বাড়ি নিয়ে যাওয়ার সিদ্ধান্ত বাবা মায়ের। কিন্তু পথে কেড়ে নিল শিশুটির প্রাণ।

জানাগেছে, এদিন রাকেশবাবু তিনবাত্তি হয়ে সুকান্তপল্লী ধরে টোটো নিয়ে এগোচ্ছিলেন। স্থানীয় চলন্তিকা কালীমন্দির মোড়ের কাছে গেলে উল্টো দিক থেকে আসা একটি বাইক ধাক্কা মারে। নিয়ন্ত্রণ হারিয়ে টোটোটি উল্টে যায়। মায়ের কোল থেকে ছিটকে পড়ে সাড়ে চার বছরের অভি। টোটোটি শিশুটির মাথার ওপর চাপা পড়ে। মাথা ফেটে নাক, মুখ দিয়ে রক্ত বের হয় শিশুটির।

স্থানীয়রা তড়িঘড়ি শিশুটিকে নিয়ে যায় শিলিগুড়ি হাসপাতালে। কিন্তু ততক্ষণে সবশেষ। মা অন্য একজনের বাইকে করে হাসপাতালে পৌঁছে দেখেন ছেলের নিথর দেহ। একমাত্র ছেলেকে হারিয়ে কান্নায় ভেঙ্গে পড়েন তারা। এই শিশুর মৃত্যুতে শোকের ছায়া শিলিগুড়ির নন্দীগ্রামে। বাইক চালক পলাতক। এলাকার তৃণমূল নেতা কৃষ্ণগোপাল সরকার বলেন, আমরা ঘটনায় ভীষণভাবে মর্মাহত। বাইক চালকে খুঁজে বের করে গ্রেপ্তার করা হোক।