কেউ নিচ্ছিল না, গভীর রাতে যুবককে হাসপাতালে ভর্তি করলেন এই বনকর্তা

শিলিগুড়ি, ১৯ মে: পেট ব্যথা ও শ্বাসকষ্ট আক্রান্তকে হাসপাতালে পৌঁছতে নিজে হাতে স্ট্রেচার ঠেললেন বনকর্তা। গভীর রাতে ফোন পেয়ে আর ঘুমিয়ে থাকতে পারেননি। অ্যাম্বুলেন্স না পেয়ে শেষে ছোট একটি ট্রাকে করে এক যুবককে হাসপাতালে ভর্তি করে দিলেন সঞ্জয় দত্ত। শেষে রাজগঞ্জের মানতাদারি গ্রাম পঞ্চায়েতের ললিতাবাড়ির বাপ্পা রায়কে (২৭) সুস্থ দেখে ঘরে ফিরলেন।
শিলিগুড়ি শারুগাড়া রেঞ্জের রেঞ্জার সঞ্জয় দত্ত ফের মানবিকতার পরিচয় দিলেন। ঘরে থাকা পুরনো একটি পিপিই কিট পড়ে ছুটলেন হাসপাতালে। ভয়-ভীতি দূরে সরিয়ে দিয়ে অসুস্থ মানুষের পাশে দাঁড়ালেন। এভাবেই সেইসঙ্গে বার্তা দিলেন, সবাই করোনা আক্রান্ত নয়। তাই অসুস্থ মানুষকে দেখে মুখ ঘুরিয়ে নেবেন না। তাদেরকে সহায়তার হাত বাড়িয়ে দিন।

সঞ্জয়বাবুর কথায়, “গতকাল রাতে এক অভিজ্ঞতার সাক্ষী হলাম। হঠাৎ করে আমার কাছে ফোন এল। একজন খুব অসুস্থ। শ্বাসকষ্ট, দম নিতে পারছিল না।প্রচন্ড পেটে ব্যথা, সাথে পায়খানা। তার স্ত্রী কাঁদছিল। এম্বুলেন্সও পাচ্ছে না। পার্শ্ববর্তী এলাকা থেকে কেউ হেল্প করছে না। আমি ফোন পেয়ে আর ঘুমোতে পারিনি। সঙ্গে সঙ্গে উঠে গেলাম কোন উপায় না দেখে। এরপর তার বাড়িতে গাড়ি নিয়ে গেলাম।

অ্যাম্বুলেন্স না পেয়ে একটি ছোট ট্রাক করে তাকে শিলিগুড়ি হাসপাতালে ভর্তি করলাম। তখন রাত একটা বাজে। সঞ্জয়বাবু আরও বলেন, এ হাতে সময় ছিল না। তাই আমার কাছে একটা পিপিই কিট ছিল। সেটা এক বছর আগের। তাও ছিড়ে গেছে। ওটা পড়েই পৌঁছে গেলাম তার বাড়ি। সবাইকে একটাই অনুরোধ করব। শ্বাসকষ্ট মনে মানুষই কোভিদ আক্রান্ত না। তাই মানুষের পাশে দাঁড়াতে হবে। নিজেকে সেফটি রাখতে হবে কিন্তু মানুষের পাশে দাঁড়াতে হবে। মানুষ মানুষের জন্যই।

© গিরিশ মজুমদার