রাজগঞ্জ, ১১ মার্চঃ রাজগঞ্জে তিন বারের বিধায়কের সঙ্গে কৃষকের লড়াই। রাজগঞ্জ বিধানসভা কেন্দ্রে তৃণমূলের প্রার্থী দলের তিনবারের বিধায়ক খগেশ্বর রায়। তিনি একজন অবসরপ্রাপ্ত শিক্ষক। অন্যদিকে, ওই বিধানসভা কেন্দ্রে সিপিএমের (সংযুক্ত মোর্চার) প্রার্থী রতন রায় । তিনি একজন কৃষক। সিপিএম প্রার্থীর থেকে তৃণমূল প্রার্থী রাজনীতি ও বয়সে অনেক বড় । রতন বাবু জীবনে প্রথমবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলেও ভোটে জিতবেন বলে আশাবাদি । সিপিএম রতন রায়কে প্রার্থী ঘোষণা পরেই সতীর্থরা গিয়ে ফুলের মালা ও ফুলের স্তবক দিয়ে সংবর্ধনা জানান ।
রাজগঞ্জ বিধানসভা কেন্দ্রে বিভিন্ন দল প্রতিদ্বন্দ্বিতার প্রস্তুতি নিলেও বিজেপি এখনও প্রার্থী ঘোষণা করেনি । রতন বাবু বলেন, ছাত্র জীবন থেকে রাজনীতি করতেন । ডিওয়াইএফআইর রাজগঞ্জ ব্লকের সম্পাদক ও জেলার সদস্য ছিলেন । এখন সিপিএমের রাজগঞ্জ এরিয়া কমিটির সম্পাদক পদে আছেন । তিনি বলেন, কেন্দ্রের সাম্প্রদায়িক দল বিজেপি এবং রাজ্যে তৃণমূলের অপশাসনের বিরুদ্ধে আমাদের লড়াই । পেট্রোপণ্যের মূল্যবৃধি, বেসরকারিকরণ ও বেকারত্বকে ইস্যু চা বাগানের শ্রমিকদের মজুরি সমস্যা, ১০০ দিনের কাজ ও আবাস যোজনার ঘর বন্টনে স্বজনপোষণ এবং কাটমানি নেওয়াকে প্রচারের হাতিয়ার করা হবে ।