রাজগঞ্জ, ৩ ফেব্রুয়ারি: আইসি পদে পদন্নোতি হয়ে স্থানান্তরিত হলেন জলপাইগুড়ির সিআই (সদর) দীপোজ্জ্বল ভৌমিক। তিনি একসঙ্গে কোর্ট ইনস্পেক্টর, ওসি লিগ্যাল সেল এবং সিআই সদর ও রাজগঞ্জের দায়িত্ব পালন করেছেন। ২০১৮ সাল থেকে জলপাইগুড়ি এবং রাজগঞ্জ থানা এলাকার অনেক গুরুত্বপূর্ণ মামলার দ্বায়িত্ব নিষ্ঠার সাথে পালন করেছেন। তাকে পদোন্নতি করে দক্ষিন দিনাজপুরে তপন থানায় আইসি পদে দ্বায়িত্ব দেওয়া হয়েছে। বুধবার তাকে জলপাইগুড়ি সদর কোর্ট, রাজগঞ্জ থানা, রাজগঞ্জ সিআই দপ্তর এবং অ্যান্টি করাপশন ফাউন্ডেশনের পক্ষ থেকে সংবর্ধিত করা হয়।