ছোট গাড়ির ধাক্কায় বাইক আরোহীর মৃত্যু

জলপাইগুড়ি, ২৫ জানুয়ারি: পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক বাইক আরোহীর। সোমবার নাগরাকাটায় ৩১ নং জাতীয় সড়কে পথ দুর্ঘটনায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মৃত ব্যাক্তির নাম বিরবাহাদুর বসনেত(৫০)। তার বাড়ি সুখানি মৌজার ছোটকা লাইনে ।
স্থানীয় ও পুলিশ সুত্রেই জানা গিয়েছে, জানা এদিন বেলা ১২ টা বিরবাহাদুর বাবু বাইকে চেপে সুলকাপাড়া যাওয়ার জন্য জাতীয় সড়ক পার হচ্ছিলেন। সেই সময় চালসার দিক থেকে আসা একটি ছোটো গাড়ি তার বাইকে ধাক্কা মেরে চলে যায়। ঘটনাস্থলেই বিরবাহাদুর বাবুর মৃত্যু হয়। নাগরাকাটা থানার পুলিশ ঘটনাস্থলে এসে বাইক ও মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়। গাড়িটির খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।