শিশু ছাত্রের যৌনাঙ্গ জখম করার অভিযোগে গৃহ শিক্ষিকা গ্রেপ্তার

রাজগঞ্জ, ৩০ ডিসেম্বর: এক শিশু ছাত্রের যৌনাঙ্গ জখম করার অভিযোগে গৃহ শিক্ষিকাকে গ্রেপ্তার করেছে রাজগঞ্জ থানার পুলিশ। বুধবার অভিযুক্তকে জলপাইগুড়ি আদালতে তোলার পর দুই দিনের পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ৬ নভেম্বর জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের ফাটাপুকুর এলাকার সাড়ে পাঁচ বছরের এক শিশু স্থানীয় এক গৃহশিক্ষিকার কাছে টিউশন পড়তে যায় । সেখানে ওই গৃহশিক্ষিকা শিশুটিকে মারধরের পাশাপাশি গোপানাঙ্গ মারাত্মকভাবে জখম করে বলে অভিযোগ। ওই দিনই তাঁকে হাসপাতালে নিয়ে গেলে অনেকগুলি সেলাই করতে হয় । ঘটনা নিয়ে উভয়পক্ষের মধ্যে মারধর হয় । উভয় পক্ষ পরস্পরের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেন।
শিশুটির পরিবার আইনি সহায়তা চেয়ে দার্জিলিং জেলা লিগ্যাল এইড ফোরামের দ্বারস্থ হন। ফোরাম বিষয়টিতে হস্তক্ষেপ করে। যদিও ওই শিক্ষিকার পরিবারের দাবি, চক্রান্ত করে শিক্ষিকাকে ফাঁসানো হয়েছে। রাজগঞ্জ থানার পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে ওই শিক্ষিকার বিরুদ্ধে পকসো ধারায় মামলা করা হয়। এতদিন ওই শিক্ষিকা পালিয়ে থাকায় তাকে গ্রেপ্তার করা যায়নি। এদিন তাকে আদালতে তোলার পর তদন্তের স্বার্থে দুই দিনের হেফাজতে নেওয়া হয়েছে।