কোভিড হাসপাতালে বহু বেড ফাঁকা জানালেন রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা

শিলিগুড়ি, ৩ সেপ্টেম্বর: ঘরে বসে থেকে নয় করোনার লক্ষণ দেখা দিলে সরকারি হাসপাতাল আসুন।রাজ্যের কোভিড হাসপাতাল গুলোতে ৩০ শতাংশ বেড এখন ফাঁকা পড়ে থাকে। তাই করোনা পরিস্থিতিতে উত্তরবঙ্গের হাসপাতালগুলো ঘুরে দেখে এই বার্তাই দিলেন রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা অজয় চক্রবর্তী। তিনি পাশাপাশি জানিয়ে দেন, বেসরকারি হাসপাতালগুলো অনেক ক্ষেত্রেই অতিরিক্ত বিল করছে। এমন অভিযোগ আসছে। আমরা সাধারন মানুষকে বলব আগে সরকারি পরিষেবা নিন। এখানে করোনার জন্য অনেক হাসপাতাল তৈরি হয়েছে। বহু বেড ফাঁকা পড়ে থাকছে। তাই ভয় পেয়ে ঘরে বসে থেকে নয়। লক্ষণ দেখা দিলেই হেলপ্লাইন নম্বরে যোগাযোগ করুন সরকারি পরিষেবা নিন। তিনি এদিন আরও জানিয়ে দেন, করোনা পরীক্ষা এখন ১৫ মিনিটেই জানা যাচ্ছে। তাই চিকিৎসাও দ্রুত গতিতে হচ্ছে। এই পরিস্থিতিতে সারি হাসপাতাল রাখার প্রয়োজন তেমন নেই। ধীরে ধীরে রাজ্যের সমস্ত হাসপাতাল থেকেই সারি তুলে দেওয়া হবে। তবে কিছু ক্ষেত্রে ফিভার ক্লিনিক রাখা হবে। এছাড়া করোনার বাইরেও যাতে স্বাভাবিক চিকিৎসা হয় সেদিকেও নজর দিতে হবে। সেই বিষয়টি দেখা হচ্ছে এই পরিদর্শনে।
কদিন উত্তরবঙ্গের জেলায় জেলায় ঘুরছেন স্বাস্থ্য দপ্তরের এই টিম। করোনার শুরুতে এবং লকডাউবে সেভাবে পরিস্থিতি ঘুরে দেখা যায়নি। তাই এখন অনেকটা শিথিল হতেই হাসপাতাল পরিদর্শন করছেন তারা। জেলায় জেলায় গিয়ে বৈঠক করেছেন। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীর শাখা সচিবালয় ফুলবাড়িতে উত্তরকন্যায় বৈঠক করেন। সেখানে রাজ্য স্বাস্থ্য অধিকর্তা অজয় চক্রবর্তী ছাড়াও জাতীয় স্বাস্থ্য কমিশনের দায়িত্ব প্রাপ্ত সৌমিত্র মোহন,
স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা দেবাশীষ ভৌমিক ছিলেন। এছাড়া দার্জিলিংয়ের জেলাশাসক এস পুণ্নমবলম, করোনা নিয়ে উত্তরবঙ্গের জন্য নিযুক্ত ওএসডি ডাঃ সুশান্ত রায়, উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালের সুপার ডাঃ কৌশিক সমাজদার, শিলিগুড়ি হাসপাতালে সুপার ডাঃ অমিতাভ সরকার, দার্জিলিংয়ের মুখ্য স্বাস্থ্য অধিকর্তা প্রলয় আচার্য এবং শিলিগুড়ি পুর কমিশনার সোনম ওয়াংদি ভুটিয়া।
স্বাস্থ্য দপ্তরের এই টিম শুক্রবার উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতাল ঘুরে দেখবেন। সেখানেও কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে বসবেন।

©গিরিশ মজুমদার