শ্রমিকদের দাবি নিয়ে ধর্না মঞ্চে বসেন আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ

জলপাইগুড়ি, ২৭ আগস্ট: পিএফ এবং গ্র‍্যাচুইটির দাবিতে নয়াসালি চা বাগানে ধর্নায় বসলেন আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের সাংসদ জন বারলা। সাথে ছিলেন বিজেপির জলপাইগুড়ি জেলার সাধারণ সম্পাদক মনোজ ভুজেল, নাগরাকাটা ১ নং মন্ডলের সভাপতি সন্তোষ হাতি সহ অনান্য বিজেপি নেতারা।
শ্রমিকদের ওই দাবি নিয়ে আট দিন ধরে ধর্না চলছে। বৃহস্পতিবার সেই মঞ্চে এসে বসলেন সাংসদ জন বারলা।তিনি এদিন শ্রমিকদের এই আন্দোলনকে সমর্থন জানিয়ে পাশে থাকার আশ্বাস দেন। জনবাবু জানিয়েছেন, প্রতি মাসে মালিকপক্ষ শ্রমিকদের মজুরি থেকে পিএফের টাকা কেটে নিলেও সেই টাকা পিএফ অফিসে জমা পড়ছে না। দ্রুত এই সমস্যা না মিটলে চা বাগান কর্তৃপক্ষের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করার হুমকি দিয়েছেন সাংসদ।