রাজগঞ্জ, ১৯ আগস্ট: রাজগঞ্জের এক কিশোরীকে অপহরণের অভিযোগে বিহারের এক যুবককে গ্রেপ্তার করেছে আমবাড়ি ফাঁড়ির পুলিশ। মঙ্গলবার অভিযুক্তকে শিলিগুড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
তার নাম লালজী মাহাতো (২৭ ) । বিহারের সিওয়ান জেলায় তার বাড়ি।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রায় আড়াই মাস আগে ফারাবাড়ি এলাকার ভেলকিপাড়ার এক নাবালিকা নিখোঁজ হয়ে যায়। বিষয়টি জানিয়ে পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ জানানো হয়। আমবাড়ি ফাঁড়ির পুলিশ তদন্তে নেমে মেয়েটিকে উদ্ধারের পাশাপাশি অভিযুক্তকে গ্রেপ্তার করে। ধৃতকে জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়েছে পুলিশ জানিয়েছে।