পাচারের পথে ট্রাক থেকে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার

জলপাইগুড়ি, ১১ আগস্ট: ট্রাক থেকে প্রচুর পরিমাণ গাঁজা উদ্ধার করে জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ। মঙ্গলবার জলপাইগুড়ি শহর সংলগ্ন গোশালা মোড় এলাকায় জলপাইগুড়ি-শিলিগুড়ি জাতীয় সড়কে ঘটনা। উদ্ধার হয় ৩৫২ কেজি গাঁজা। এই ঘটনায় ট্রাকের চালককে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত ট্রাক চালকের নাম তেজবীর সিং। তার বাড়ি উত্তরপ্রদেশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মণিপুর থেকে আসবাবপত্র বোঝাই একটি ট্রাক বিহারে যাচ্ছিল। তার মধ্যে গাঁজার প্যাকেটগুলি লুকিয়ে রাখা হয়েছিল। ট্রাকের সামনে ‘অন ডিউটি আর্মি’ লেখা রয়েছে। পুলিশের অনুমান, চালক অতিরিক্ত লাভের আশায় ওই আসবাবপত্রের আড়ালে গাঁজা নিয়ে যাচ্ছিল। ঘটনার তদন্ত শুরু করেছে জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ।