আরও তিন মাস রান্নার গ্যাস বিনামূল্যে পাবেন উপভোক্তারা

এইচ.এন.ডেস্ক, ১০ জুলাই: আরও তিন মাস রান্নার গ্যাস ফ্রিতে পাবেন উজ্জ্বলা যোজনার গ্রাহকরা।
লকডাউনের কারণে অসহায় হয়ে পড়া গরিব মানুষদের কথা চিন্তা করে প্রথম দফায় উজ্জ্বলা উপভোক্তাদের এপ্রিল, মে, জুন – এই এই তিন মাস উপভোক্তাদের গ্যাস বিনামূল্যে দেওয়ার ঘোষণা করেছিল কেন্দ্র সরকার। তা আরও তিন মাস বাড়ানো হল।
কেন্দ্রের তরফে জানানো হয়েছে, বর্তমানে ৭.৪০ কোটি উজ্জ্বলা গ্রাহক এই বিনামূল্যে সুবিধা পান। সরকারের বর্ধিত এই সিদ্ধান্তের ফলে ওই বিরাট সংখ্যক মানুষ আরও উপকৃত হবেন। এই স্কিমের আওতায় কেন্দ্রের তরফে উজ্জ্বলা গ্রাহকদের অ্যাকাউন্টে সরাসরি টাকা জমা পড়ে। এরপর সেই টাকা দিয়ে গ্যাস সিলিন্ডার নেন গ্রাহকরা। নতুন সিদ্ধান্তে আগামী ৩০ সেপ্টেম্বর বিনামূল্যে গ্যাস দেওয়া হবে।