বিজেপির রাজ্য সভাপতির উপর হামলা, রাজ্য জুড়ে প্রতিবাদ

এইচ.এন.ডেস্ক, ১ জুলাই: প্রাতঃভ্রমণে বেড়িয়ে জনসংযোগ করতে গিয়ে আক্রান্ত বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। ভাঙচুর করা হয়েছে কয়েকটি গাড়ি। অভিযোগের আঙুল তৃণমূলের দিকে। এরই প্রতিবাদে বিজেপির পক্ষ থেকে রাজ্যজুড়ে প্রতিবাদ।
জানা গিয়েছে, জনসংযোগ বাড়াতে ‘চায়ে পে চর্চা’ শীর্ষক ক্যাম্পেন বেশ কিছুদিন থেকে চালাচ্ছে বিজেপি।
আজ সকালে কলকাতা লেদার কমপ্লেক্স থানা এলাকার একটি বাজারে ঢুকছিলেন। সেখানে জনসংযোগ করার জন্য কিছু ব্যবস্থা করাও ছিল। কিন্তু ঢোকার সময় বেশ কয়েকজন তাঁকে বাধা দেন বলে অভিযোগ। কয়েকজনের সঙ্গে ধস্তাধস্তিও হয় দিলীপ ঘোষের। স্থানীয় এক তৃণমূল নেতার মদতে তৃণমূলের গুন্ডাবাহিনী তাঁর উপর হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন মেদিনীপুরের বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। ঘটনার প্রতিবাদে আজ রাজ্যের বিভিন্ন স্থানে বিক্ষোভ, পথ অবরোধ সহ প্রতিবাদ কর্মসূচি পালন করে বিজেপি।