পাশে দাঁড়ালো রাউন্ড টেবিল ইন্ডিয়া

রাজগঞ্জ, ২৮ জুন: জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের তিনটি স্কুলের পরিত্যক্ত ঘর ব্যবহারের যোগ্য করে দিল রাউন্ড টেবিল ইন্ডিয়ার শিলিগুড়ি শাখা। আমবাড়ি চিন্তামোহন হাই স্কুল, সাহুডাঙ্গি পি কে রায় হাই স্কুল এবং একটিয়াসাল মহিপাল বিএফপি স্কুলের কয়েকটি ঘর বেশ কয়েক বছর থেকে পরিত্যক্ত অবস্থায় পড়েছিল। সেই ঘরগুলি ওই সংস্থার পক্ষ থেকে মেরামত করে ঝাঁ-চকচকে করে দেওয়া হয়।
রাজগঞ্জের সহকারি বিদ্যালয় পরিদর্শক রাজীব চক্রবর্তী বলেন, ওই তিনটি স্কুলের বেশ কয়েকটি ঘর পরিত্যক্ত অবস্থায় ছিল। মদ ও জুয়ার আসর বসতো বলে বারবার অভিযোগ ওঠে। তাই রাউন্ড টেবিল ইন্ডিয়ার শিলিগুড়ি শাখার পক্ষ থেকে ঘরগুলি পঠন-পাঠনের উপযোগী করে দেওয়া হয়। রবিবার ঘরগুলি অনলাইনে উদ্বোধন করা হলো। উপস্থিত ছিলেন সংস্থার চেয়ারম্যান প্রবীণ গর্গ, ভাইস চেয়ারম্যান সুমিত সিনহাল, সম্পাদক বিকাশ সিনহাল সহ অন্যান্য কর্মকর্তারা।