শিলিগুড়ি, ২৪ জুন: বুধবার শিলিগুড়িতে করোনা আক্রান্ত দুই জনের মৃত্যু হয়েছে। দুই জনেই মহিলা। গতকাল দুই জনের মৃত্যুর পর আজ ফের দুজনের মৃত্যু হয়। স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে, একজনের বাড়ি শিলিগুড়ির শহরতলীর ফুলবাড়ি-১ গ্রাম পঞ্চায়েতের জামুরিভিটায় । ৫৫ বছরের ওই মহিলা শরীর অসুস্থতা নিয়ে শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়। সেখান থেকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে ভর্তি করার পর তার লালারস পরীক্ষা করানো হয়। ২৩ জুন রিপোর্ট পজিটিভ আসে। তাকে কাওয়াখালির কোভিড হাসপাতালে ভর্তি করানো হয়। আজ তিনি মারা যান।
এছাড়া, মৃত অন্য মহিলার বাড়ি শিলিগুড়ি শহরের খালপাড়া এলাকায়। সম্প্রতি ৪৪ বছরের ওই মহিলাকে শিলিগুড়ির একটি নার্সিংহোমে ভর্তি করা হয়। সেখানে তাঁর লালার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়। সেই রিপোর্ট পজিটিভ আসে। এরপরই তাঁকে কাওয়াখালির কোভিড হাসপাতালে রেফার করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।