জলপাইগুড়ি, ১৯ জুন: করোনা পরিস্থিতিতে ছাত্র ছাত্রীদের বিভিন্ন দাবি নিয়ে ছাত্র পরিষদের পক্ষ থেকে শিক্ষামন্ত্রী ও রাজ্যপালের কাছে স্মারকলিপি দেওয়া হয়। শুক্রবার জলপাইগুড়ি জেলা ছাত্র পরিষদের তরফে সদর মহকুমা শাসকের কাছে দাবি পত্র জমা দেওয়া হয়।
সংগঠনের দাবি – কলেজের ছাত্র ছাত্রীদের অবিলম্বে পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণ করাতে হবে। এছাড়া সরকারি ও বেসরকারি বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের থেকে কোনপ্রকার বেতন আদায় করা যাবেনা। এই বিষয়ে অবিলম্বে সরকারের পক্ষ থেকে নির্দেশিকা জারি করতে হবে। স্মারকলিপি দিতে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি জেলা ছাত্র পরিষদের সভাপতি মহম্মদ আলাউদ্দিন, সহসভাপতি কৃষ্ণ সূত্রধর, প্রদেশ যুব কংগ্রেসের সম্পাদক গণেশ ঘোষ, জেলা যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক সরকার, ছাত্র পরিষদ কর্মী নূর মহম্মদ প্রমুখ।