প্রধানমন্ত্রীর ভার্চুয়াল বৈঠকে অংশ নেবেন না মমতা বন্দ্যোপাধ্যায়

এইচ.এন.ডেস্ক, ১৬ জুন: করোনা পরিস্থিতির পর্যালোচনা ও লকডাউন নিয়ে দেশের বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মঙ্গল ও বুধবার ভার্চুয়াল বৈঠক করবেন বলে আগেই ঘোষণা করেছিলেন। সেই মত আজ ভার্চুয়াল বৈঠক করেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অংশ নেওয়ার কথা বুধবার। কিন্তু তিনি অংশ নেবেন না বলে রাজ্যের তরফে জানানো হয়েছে।
দু’দিনের ভার্চুয়াল বৈঠকে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল মিলে শুধুমাত্র ১৩ জন মুখ্যমন্ত্রী তাঁদের মতামত রাখার সুযোগ পাবেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সেই সুযোগ দেওয়া হয়নি বলেই হয়তো ভার্চুয়াল বৈঠক উপস্থিত থাকবেন না বলে মনে করছে রাজনৈতিক ওয়াকিবহাল মহল।
জানা গিয়েছে, বুধবার ১৫টি রাজ্যের মুখ্যমন্ত্রী এবং জম্মু ও কাশ্মীরের লেফটেনেন্ট গভর্নরের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী।