দুর্ঘটনায় একই পরিবারের ৯ জনের মৃত্যু হয়

এইচ.এন.ডেস্ক, ৫ জুন: মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল একই পরিবারের ৯ জনের। তার মধ্যে ২ শিশু, ৩ জন মহিলা ও  ৪ জন পুরুষ। আহত হয়েছেন ১ জন।শুক্রবার উত্তরপ্রদেশের লখনউ-প্রয়াগরাজ সড়কের প্রতাপগড়ে কন্টেনার ট্রাকের সঙ্গে ছোট গাড়ির সংঘর্ষে মৃত্যু হয়।
জানা গিয়েছে, পরিবারটি রাজস্থান থেকে বিহারের ভোজপুরের দিকে যাচ্ছিল। সেই সময় পথে নবাবগঞ্জ থানা এলাকার ওয়াজিদপুর গ্রাম লাগোয়া এলাকায় এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পরে ট্রাকচালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এই ঘটনায় গভীর শোকপ্রকাশ করার পাশাপাশি আহত ব্যক্তির যথাযথ চিকিত্‍‌সার নির্দেশ দিয়েছেন।