সাংবাদিক পরিচয় দিয়ে ব্যবসায়ীদের অপহরণ করার অভিযোগে গ্রেপ্তার ৪

উত্তর দিনাজপুর, ৪ জুন: সাংবাদিক পরিচয় দিয়ে ঋণ দেওয়ার নাম করে ব্যবসায়ীদের অপহরণ করার অভিযোগে এক চক্রের ৪ জনকে গ্রেফতার করেছে বালুরঘাট থানার পুলিশ। উত্তর দিনাজপুর জেলার পতিরাম থেকে অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়। ধৃতরা হল জয়প্রকাশ সরকার, মনিশ পান্ডে, রবীন্দ্র সিং বেদি ও বিকাশ সরকার। তারা ভিন রাজ্যের বাসিন্দা বলে জানা গিয়েছে। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে দুইটি বিলাসবহুল গাড়ি। দুটি গাড়িতেই প্রেস লেখা রয়েছে। এছাড়া নগদ এক লক্ষ টাকা ও এক কেজি সোনা এবং অনেক ব্যাংকের চেক, পাসবুক উদ্ধার করেছে বালুরঘাট থানার পুলিশ। পুলিশের তরফে সাংবাদিক বৈঠক করে এই তথ্য দেওয়া হয়েছে । ওই চক্রটি ঋণ দেওয়ার নাম করে ব্যবসায়ীদের ডেকে এনে অপহরন করে মারধর ও মুক্তিপণ দাবি করে বলে অভিযোগ। এছাড়া এক মহিলাকে চাকরি দেওয়ার নাম করে ডেকে এনে ধর্ষণ করার অভিযোগ রয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।