পূর্ব মেদিনীপুর, ৩ জুন: ব্যবসার প্রয়োজনে এক বাইকে বেরিয়েছিলেন বাবা ও ছেলে। কিন্তু বাড়ি ফেরা হলো না। ট্রাকের ধাক্কায় মৃত্যু হয় বাবা ও ছেলের। বুধবার পূর্ব মেদিনীপুরের এগরার ভবানীচকের কাছে এই দুর্ঘটনা। বাবার নাম ঝন্টু মাঝি (৪৫) এবং ছেলের নাম সুকদেব মাঝি (২৫)।
জানা গিয়েছে, বাবা ও ছেলে দুজনেই মাছ ব্যবসায়ী৷
অন্যান্য দিনের মতো এদিনও বাবা ও ছেলে বাইকে চেপে ব্যবসার জন্য মাছ নিয়ে আসছিলেন। পথে ভবানীচকের কাছে একটি পণ্য বোঝাই ট্রাক তাদেরকে ধাক্কা মেরে পালিয়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় বাবা ও ছেলের। ঘটনার তদন্ত শুরু করেছে এগরা থানার পুলিশ।