শিলিগুড়ি, ২৭ নভেম্বর: গভীর রাতে সকলের অজান্তেই পুড়ে ছাই হয়ে গেল কয়েকটি দোকান।মঙ্গলবার গভীর রাতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে শিলিগুড়ির কাছে উত্তরবঙ্গ মেডিকেল কলেজের অদূরে। ঘটনাস্থল মেডিকেল মোড়। গভীর রাতে দাউদাউ করে আগুন জ্বলতে দেখেন আশেপাশের বাসিন্দারা। নিমিষের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে দোকানগুলোতে। এক এক করে জ্বলতে থাকে দোকানপাট। খবর দেওয়া হয় দমকলকে। মাটিগাড়া এক নম্বর অঞ্চল এলাকার এই মেডিকেল মোড়ে আশেপাশে আরো প্রচুর দোকান রয়েছে। দমকল চলে আসে কিছুক্ষণ পরে। কিন্তু দোকানপাট বাঁচানো যায়নি। আশেপাশের দোকানগুলো আগুনের থেকে রক্ষা হলেও চারটি দোকান পুড়ে ছাই হয়ে যায়। প্রথমে স্থানীয়রা চেষ্টা করেছিলেন আগুন নেভাতে। কিন্তু পেরে ওঠেননি। যখন দমকল পৌঁছায় ততক্ষণে কিন্তু আগুন নিয়ন্ত্রণের বাইরে। শেষে দমকল বাকি দোকানগুলোকে আগুন থেকে রক্ষা করেছে। কেন এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো তা এখনো স্পষ্ট নয়। তবে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে শটসার্কিট থেকে আগুন লেগেছে। এরপর তা ছড়িয়ে পড়ে। অন্য ব্যবসায়ীদের মধ্যে এনিয়ে আতঙ্ক। তারা সকালে এসে নিজেদের দোকানপাট খতিয়ে দেখেন। এই আগুনের ঘটনায় এক নম্বর গ্রাম পঞ্চায়েত থেকেও সেখানে খোঁজ নেওয়া হয়েছে।