মালদায় চলন্ত ট্রেন থেকে পড়ে মৃত্যু হয় মিজোরামের এক যুবতীর

মালদা, ২ জুন: মালদায় চলন্ত শ্রমিক স্পেশাল ট্রেন থেকে পড়ে মারা গেল মিজোরামের এক যুবতী। দুর্ঘটনাটি হয়েছে সোমবার রাতে সামসী ও শ্রীপুর রেল স্টেশনের মাঝামাঝি এলাকার। মৃত যুবতীর নাম ভানলাল মানঘাই জুয়ালি (২৬)।
জানা গিয়েছে, পরিযায়ী শ্রমিক বোঝাই শ্রমিক স্পেশাল ট্রেনটি মুম্বই থেকে নাগাল্যান্ড যাচ্ছিল। মালদা স্টেশন ছেড়ে ট্রেন চলতে থাকে । ওই যুবতী ট্রেনের গেটের মুখে দাঁড়িয়ে ছিলেন। সামসী স্টেশন ঢুকার আগেই চলন্ত ট্রেন থেকে আচমকা পড়ে যান ।
ওই কামরায় থাকা বাকি যাত্রীরা বিষয়টি বুঝতে পেরে চেন টেনে ট্রেন থামিয়ে দেন। ট্রেনে থাকা রেল পুলিশ ক্ষত-বিক্ষত অবস্থায় ওই যুবতীকে উদ্ধার করে প্রথমে সামসী রেল হাসপাতালে নিয়ে আসেন। কর্তব্যরত চিকিৎসক ওই যুবতীকে মৃত বলে ঘোষণা করেন। পরে জিআরপি এসে মৃতদেহ ময়নাতদন্তের জন্য মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠিয়ে দেয়। সূত্রের খবর, ওই যুবতী পুনের একটি বেসরকারি কোম্পানিতে কর্মরত ছিলেন। লকডাউনের জেরে দীর্ঘদিন আটকে থাকার পর বাড়ি যাচ্ছিলেন। শ্রমিক স্পেশাল ট্রেনটি মুম্বই মুম্বাই থেকে ছাড়লেও মিজোরামের ওই যুবতী পুনে থেকে ট্রেনে ওঠেন।