শিলিগুড়িতে আরও দুজনের শরীরে করোনার হদিস

শিলিগুড়ি, ১ জুন: ফের সোমবার শিলিগুড়িতে করোনায় আক্রান্ত হল দুজন। জেলা প্রশাসন সূত্রে খবর, শিলিগুড়ি পুরনিগমের ৪২ নম্বর ওয়ার্ডের পরেশনগর ও ভানুনগর এলাকার এই দুই বাসিন্দা করোনা আক্রান্ত হন। জানাগেছে, এরা দুজনই ভিন রাজ্য থেকে এসেছিলেন। দুজনই শিলিগুড়ির ডিসান সারি হাসপাতালে ভর্তি রয়েছেন। এদিন তাদের সোয়াব টেস্টের রিপোর্ট পজিটিভ আসে। এবার এখান থেকে শীঘ্রই তাদের মাটিগাড়া কোভিড হাসপাতালে নিয়ে যাওয়া হবে। নিয়ম অনুযায়ী এবার আক্রান্তরা কাদের-কাদের সংস্পর্শে এসেছিলেন সেই বিষয়টি খতিয়ে দেখছে প্রশাসন। এদিকে এদিন চোপড়ার আক্রান্ত যুবকও ডিসান সারি হাসপাতালে ভর্তি রয়েছে। তাকেও মাটিগাড়া কোভিড হাসপাতালে নিয়ে যাওয়া হবে বলে জানা গিয়েছে। এখন যারা আক্রান্ত তাদের সবাই ভিন রাজ্য তথা হট স্পট থেকে আসা। বলে জানাগেছে। কিছুদিন কঠিন লড়াই চলবে।