জলপাইগুড়ি জেলা হাসপাতালের সহকারি সুপার করোনা আক্রান্ত !

জলপাইগুড়ি, ১ জুন: করোনা আক্রান্ত জলপাইগুড়ি জেলা হাসপাতালের সহকারি সুপার !
গত ২১ তারিখ তার লালারস পাঠানো হয়েছিল উত্তরবঙ্গ মেডিকেল কলেজে। রবিবার জলপাইগুড়ি স্বাস্থ্য দপ্তরের হাতে রিপোর্ট পৌঁছালে দেখা যায় পজিটিভ এসেছে। ঘটনার পরেই বন্ধ রাখা হয় হাসপাতাল সুপারের অফিস। যদিও তার রিপোর্ট নিয়ে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে ।
জানা গিয়েছে, কলকাতার বাসিন্দা ওই সহকারী সুপার কর্মসূত্রে জলপাইগুড়ি জেলা হাসপাতালে রয়েছেন। গত ২১ তারিখ উত্তরবঙ্গ মেডিকেল কলেজে তার লালারস পাঠানো হয় । এদিকে তার কলকাতায় যাওয়া প্রয়োজন হয়ে পড়ায় গত ২৩ তারিখ জলপাইগুড়ি সারি হাসপাতালে থাকা ট্রুনাট মেশিনের সাহায্যে ফের তার লালারস পাঠানো হয়। সে ক্ষেত্রে তার রিপোর্টে নেগেটিভ এলেও আগের পাঠানো রিপোর্ট পজিটিভ আসে । এতেই বিভ্রান্তি তৈরি হয় । তবে তার অফিস বন্ধ রাখা হয়েছে । ওই সরকারি সুপারের লালারস পুনরায় পরীক্ষার জন্য পাঠানো হবে বলে জানা গিয়েছে ।